জীবনে সিদ্ধান্ত নেয়ার প্রশ্ন যখন সামনে চলে আসে ঠিক তখনই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে জীবনে কোনো কিছুই সম্ভব নয়। এভারেস্ট জয়ী এডমন্ড হিলারী একারণেই বলেছেন, আমরা এভারেস্ট জয় করি না, জয় করি নিজেকেই। কিছু উপায়ে এই আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব। আসুন এমন কিছু জাদুকরী উপায় সম্পর্কে জেনে নেয়া যাক। আত্মবিশ্বাস শুধু একটি শব্দ নয়, একটি শক্তি যা আমাদের জীবনের কঠিন পরিস্থিতিও সহজ ভাবে মোকাবিলা করতে সাহায্য করে। এর অভাব আমাদের ভিতরের অনেক সম্ভবনাকেই কুড়িতেই ঝরিয়ে দেয়। জীবনের অনেক সংকল্পই অসম্পূর্ণ থেকে যায়।কিন্তু, কিছু সহজ পদক্ষেপ সহজেই এই সমস্যার সমাধান করে দিতে পারে। ফিরে দেখুন: নিজেকে জানার চেষ্টা করুন ভালো ভাবে। যে কোন কাজের জন্য নিজেকে জানার প্রয়োজন রয়েছে। সকলেই জীবনের কোন না কোন সময় নিরাপত্তাহীনতায় ভোগে। তবে এই সকল মুহূর্ত ক্ষণস্থায়ী হবে, যদি আপনি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারেন।.
комментарии